UsharAlo logo
মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুখবর দিলেন পরীমনি

ঊষার আলো
ডিসেম্বর ৮, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী পরীমনি শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার করছেন। কাজের পাশাপাশি বেশ সরব সামাজিক যোগাযোগমাধ্যমেও। প্রায় সময়ই নানান ভিডিও, ছবি পোস্ট দিয়ে নেটিজেনদের মাতিয়ে রাখেন অভিনেত্রী।

এবার জানালেন তার নতুন কাজের খবর। নতুন বছর মুক্তি পেতে যাচ্ছে টালিউডে তার প্রথম অভিনীত ছবি ‘ফেলুবক্সী’। শুক্রবার রাতে পরীমনি সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— আগামী ১৭ জানুয়ারি ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে।

এ ছবি প্রসঙ্গে পরীমনি বলেন, মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটি করেছি। কতটা ভালো পেরেছি, সেটি মুক্তির পর দর্শকরাই বলতে পারবেন।

নির্মাতা দেবরাজ সিনহার ‘ফেলুবক্সী’তে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এ সিনেমায় তার বিপরীতে আছেন অভিনেতা সোহম চক্রবর্তী। পরিচালক দেবরাজ সিনহা থ্রিলার ঘরানার সিনেমা নির্মাণ করেছেন। এ ছবিতে আরও অভিনয় করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার, শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার। সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী।

ঊষার আলো-এসএ