UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুখবর দিলেন সালমান ও পূজা

pial
মে ১৪, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সালমান খানের বেশিরভাগ ছবিই উৎসবকে কেন্দ্র করে মুক্তি দেওয়া হয়। কখনো ঈদ বা কখনো দিওয়ালিতে তার ছবি আসে। বিষয়টি মাথায় রেখেই হয়তো নতুন ছবির নাম ঠিক করেছেন সালমান। তার নতুন ছবির নামকাভি ঈদ কাভি দিওয়ালি ছবিতে সালমানের সাথে প্রথমবারের মতো জুটি বাঁধছেন পূজা হেগড়ে।

শুক্রবার (১৩ মে) ইনস্টাগ্রামে পূজা সালমান খানের আইকনিক ব্রেসলেট পরা নিজের একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন শুটিং শুরু হওয়ার কথা।

 শনিবার (১৪ মে) সালমানও একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনিও শুটিং শুরু হওয়ার কথা বলেছেন। এখানে ব্যতিক্রমী লুকে দেখা গেছে সালমানকে। তার হাতেও ছিল একই ব্রেসলেট। ছবির নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালিছবির শুটিং শুরু হওয়ার কথাই জানিয়েছেন তারা।

সালমানকে সর্বশেষ দেখা গিয়েছিল গত বছর মুক্তি পাওয়া ‌‘অন্তিমছবিতে। আর বছর পূজার তিনটি ছবি মুক্তি পেয়েছিল। ছবিগুলো হলোরাধে শ্যাম, আচারিয়া এবং বিস্ট মুক্তির অপেক্ষায় পূজার সার্কাস  এফথ্রি

 (ঊষার আলোএসএইস)