UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক বাড়লেও কমেছে লেনদেন

usharalodesk
আগস্ট ১১, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বুধবার (১১ আগস্ট) সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। কিন্তু উভয় শেয়ারবাজারে টাকার পরিমাণে লেনদেন কমেছে।

আজ ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

বুধবার ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচকটি ১৫.৪৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ৬ হাজার ৬২৩.৩১ পয়েন্টে। একইভাবে ডিএসই-৩০ সূচক ১৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩৯৭.১০ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচকও ১.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৪৪.০৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১১টির ও কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। এদিন ডিএসইতে দুই হাজার ১৯৩ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে ৭০০ কোটি টাকা কম।

অন্যদিকে শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ০.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫৬৬.৯৬ পয়েন্টে। পাশাপাশি সার্বিক সিএএসপিআই সূচক ২.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৮৩.৯১ পয়েন্টে।

আজ সিএসইতে ৩১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির ও কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

দিন শেষে সিএসইতে ৮৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১১ কোটি টাকা কম।

(ঊষার আলো-এফএসপি)