UsharAlo logo
বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেই ওরিকে বিয়ে করছেন উরফি?

usharalodesk
জুন ১৫, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: উরফি জাভেদ ও ওরিকে নিয়ে সামাজিকমাধ্যমে এখন চলছে প্রেমকাহিনি। তাদের দুজনের ব্যতিক্রমী সাজ ও ব্যক্তিত্ব নিয়ে চারদিকে চলছে তুমুল হইচই। তাদের মাঝে দেখা মাখোমাখো প্রেমকাহিনি। তারা যদি সত্যি সম্পর্কে জড়ান কিংবা বিয়ে করেন, তা হলে দেখতে কেমন হয়, এমন জল্পনা পানি ঢাললেন স্বয়ং উরফি ও অরি।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ জুন) রাতে ফটোসাংবাদিকদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন এই দুই সেলিব্রিটি উরফি জাভেদ ও অরি। তারা পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলেন। একসময় অরির গাল ছুঁয়ে যায় উরফির ঠোঁট। তাদের এই কেমিও রসায়ন দেখেই সাংবাদিকদের একজন প্রশ্ন ছুড়ে দিলেন— ‘আপনারা কি বিয়ে করবেন? সে প্রশ্নের উত্তরে অরি ও উরফি দুজনেই সম্মতি জানিয়েছেন। একপ্রকার সম্মতি জানিয়ে অরি বলেছেন, ‘কেন করব না! উরফিকে কে বিয়ে করতে চাইবে না!’

 এই পুরো ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। উরফি আর অরির জুটি মনে ধরেছে নেটিজেনদেরও। তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন লিখেছেন— ‘তাদের দুজনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। দুজনকে খুব মানিয়েছে।’ আরেকজনের লিখেছেন— ‘সত্যিই ঈশ্বর সবার জন্য একজন সঙ্গী ঠিক করে রাখেন। এই হলো সেরা জুটি।’

তবে এবারই প্রথম নয়; এর আগেও ফটোসাংবাদিকদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েছেন উরফি ও অরি। নিজেদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচয় দেন তারা। বলিউডের তারকাসন্তান অনন্যা পান্ডে, সুহানা খানদের সঙ্গে প্রায়ই পার্টি করতেও দেখা যায় অরি-উরফিকে। কিন্তু সত্যিই তারা বিয়ে করার পরিকল্পনা করছেন, না কি স্রেফ মজার ছলে ফটোসাংবাদিকদের সঙ্গে রসিকতা করছেন, তা সময়ই বলে দেবে।

ঊষার আলো-এসএ