UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই দার্শিল এখন নায়ক, মুক্তি পাচ্ছে সিনেমা!

pial
নভেম্বর ১৭, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত তারকা আমির খানের সুপারহিট সিনেমা ছিল ‘তারে জামিন পার’। এতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নেয় দার্শিল সাফারী।

অভিষেক সিনেমায় বেশ কিছু সেরার পুরস্কারও জিতে নেন দার্শিল। আর এবার নায়ক হয়ে ফিরছেন বড় পর্দায়।

সম্প্রতি দার্শিলের একটি শর্টফিল্ম মুক্তি পাচ্ছে। ‘ক্যাপিটাল এ, স্মল এ’ নামের ফিল্মটি রোমান্টিক ঘরানার, অ্যামাজন মিনি টিভিতে ১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে এটি।

মানুষের মতামত বা জনমত কিভাবে একজন ব্যক্তির জীবনকে অনিরাপদ ও জটিল করে তুলতে পারে তা নিয়েই এ চলচ্চিত্রটি।

‘তারে জামিন পার’ মুক্তির পর দার্শিল বেশ কয়েকটি টিভি শো, মিউজিক ভিডিও ও শর্ট ফিল্ম করেছেন। কিন্তু সেভাবে মিডিয়ার নজরে আসেননি।

(ঊষার আলো-এফএসপি)