UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

ঊষার আলো ডেস্ক
জুলাই ৪, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম, তাদের ছেলে হুদা মিয়া ও একই গ্রামের ইবলুল মিয়া।

স্থানীয়রা জানান, সকালে কচু শাক তুলতে গিয়ে পা পিছলে সেপটিক ট্যাংকে পড়ে যান দেলোয়ারা বেগম। তাকে উদ্ধারে ট্যাংকে নামেন ছেলে হুদা মিয়া ও একই গ্রামের ইবলুল মিয়া। তবে সেখানে জমে থাকা গ্যাসের কারণে তিনজনেরই মৃত্যু হয়।

খবর পেয়ে মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।