UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদির মসজিদে আজান-ইকামত ছাড়া মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

usharalodesk
মে ২৪, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সৌদি আরব আজান ও ইকামত ছাড়া মসজিদের মাইক ব্যবহার করা নিষিদ্ধ করেছে। এ ছাড়া মাইকের আওয়াজ সীমিত করারও নির্দেশ দিয়েছে।
২৩ মে রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফনিউজ বলেছে, সৌদির ইসলামবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখের জারি করা এক সার্কুলারে দেশটির সব মসজিদে মাইকের আওয়াজ এক-তৃতীয়াংশ রাখা এবং আজান ও ইকামত ছাড়া ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গালফনিউজের খবর অনুসারে, সৌদির ওই সার্কুলারটি জারি করা হয়েছে মহানবী (সা.)-এর একটি হাদিসের ভিত্তিতে, যেখানে বলা হয়েছে, ‘তোমাদের সবাই সৃষ্টিকর্তাকে নীরবে ডাক। কেউ কাউকে বিরক্ত করা উচিত নয় এবং (সূরা) পাঠ বা নামাজে একজনের কণ্ঠের ওপর কণ্ঠ তোলা উচিত নয়।’
নামাজের প্রথম আহ্বান আজান এবং দ্বিতীয় আহ্বানকে ইকামত বলা হয়। ইকামতের অর্থ ইমাম সাহেব জামাতে নামাজের জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পড়েছে এবং নামাজ শুরু হতে চলেছে।
গালফনিউজ আরও জানিয়েছে, মোহাম্মদ বিন সালেহ আল ওথাইমীন এবং সালেহ আল ফাজওয়ানের মতো জ্যেষ্ঠ ইসলামি চিন্তাবিদদেরও পরামর্শে সৌদি আরবে মসজিদের মাইক শুধু আজান ও ইকামতের জন্য ব্যবহারের এই নিয়ম জারি করা হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)