ঊষার আলো রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে বাবা-মায়ের কথা কাটাকাটির মধ্যে পড়ে জাকারিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালন্দাপুর স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত জাকারিয়া একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার ভোরে জাকারিয়ার বাবা দেলোয়ার হোসেন ও মা জাকিয়ার মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে দেলোয়ার তার স্ত্রী জাকিয়াকে মারতে গেলে পাশে থাকা জাকারিয়ার গায়ে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক নূর আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
ঊষার আলো-এসএ