UsharAlo logo
বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্নের গাড়ি প্রভাসের ঘরে

ঊষার আলো
মার্চ ২৯, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ‘বাহুবলি’ সিনেমা খ‌্যাত অভিনেতা প্রভাসের স্বপ্ন পূরণ হয়েছে। বেশ আগে এ অভিনেতা জানিয়েছিলেন তার দীর্ঘদিনের স্বপ্ন ল্যাম্বরগিনি স্পোর্টস কার। অর্থনৈতিকভাবে সফল হওয়ার হওয়ার পর এ গাড়ি কিনবেন তিনি। অবশেষে স্বপ্ন পূরণ করলেন প্রভাস। সম্প্রতি প্রভাস তার বাবার জন্মদিন উপলক্ষে এ গাড়ি কিনেছেন। আর তার নতুন গাড়ির ছবি এখন অন্তর্জালে ভাইরাল।

প্রভাস ল্যাম্বরগিনি অ‌্যাভেন্টাডোর স্পোর্টস কার কিনেছেন। যার মূল‌্য ছয় কোটি রুপি। এদিকে প্রভাসের নতুন গাড়ির ভিডিও এবং ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। ১টি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের গাড়িটি ড্রাইভ করে যাচ্ছেন প্রভাস। পাশের সিটে বসা প্রভাসের ভাই প্রবোধ। বর্তমানে ‘আদিপুরুষ’ এবং ‘সালার’ সিনেমার শুটিং করছেন প্রভাস। এরপর নাগ অশ্বিনের এ সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

(ঊষার আলো-আরএম)