ঊষার আলো বিনোদন ডেস্ক : রাত পেরুলেই বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। আর স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার রাত ৯ টায় নাগরিক টিভিতে প্রচার করা হবে ১ ঘণ্টার নাটক ‘সিঁড়ি’। ত্রিভূজ প্রেমের এই নাটকে অভিনয় করেছে অ্যালেন শুভ্র, আফ্ফান মিতুল ও সালহা খানম নাদিয়া।
নাটকে আরো ৩টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে মাসুম আজিজ, মনিরা মিঠু এবং মুকুল সিরাজ। জাপান প্রবাসী নাট্যকার পি.আর প্যাসিডের গল্পে এই নাটকটি যৌথভাবে পরিচালনা করেছে জয় সরকার এবং মিথুন রিবেরু। নাটকের গল্পে আফ্ফান, নাদিয়া এবং অ্যালেন ৩ জনই দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী। আফ্ফান আর অ্যালেন ২ জনই ভালোবাসে নাদিয়াকে। এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়।
ওরা ৩ জনই বঙ্গবন্ধুর জীবনী পড়া শুরু করে প্রধান শিক্ষিক মাসুম আজিজ এবং শ্রেণী শিক্ষিকা মনিরা মিঠুর নির্দেশে। তাদের জীবনে আসে আমূল পরিবর্তন। এরপর কি হয় সেটা দেখতে হলে আজ রাত ৯ টায় চোখ রাখতে হবে নাগরিক টিভিতে।
(ঊষার আলো- এম.এইচ)