বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ধনুশ। এর মধ্যে এ অভিনেতার ছবির সংখ্যা ৫০ ছাড়িয়েছে। আবার নাকি হলিউডে যাচ্ছেন তিনি। জুটি বাঁধছেন অভিনেত্রী সিডনি সুইনের সঙ্গে।
এর আগে হলিউডে দুটি সিনেমা করেছিলেন ধনুশ। ‘দ্য গ্রে ম্যান’ ও ‘দ্য এক্সট্রা অর্ডিনারি জার্নি অফ দ্য ফকির’। এবার তৃতীয় ছবি করতে ফের হলিউড যাচ্ছেন তিনি। জানা গেছে, সনি পিকচার্সের আগামী ছবি ‘স্ট্রিট ফাইটার’-এ মুখ্য অভিনেতা হচ্ছেন ধনুশ। তার বিপরীতে আছেন ‘আমেরিকান জেন জেড’খ্যাত অভিনেত্রী সিডনি সুইনি।
প্রযোজক বা অভিনেতাদের তরফ থেকে এখনো খবরে সিলমোহর দেওয়া হয়নি। কিন্তু চর্চা শুরু হতেই দক্ষিণী বিনোদন দুনিয়ার প্রশ্ন উঠছে— তা হলে কি নয়নতারার সঙ্গে ধনুশের আইনি কাজিয়া আপাতত স্থগিত?
জানা গেছে, ‘স্ট্রিট ফাইটার’ সনি পিকচার্সের সম্পূর্ণ অ্যাকশনধর্মী ছবি। একটি জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে ছবিটি তৈরি হবে। ছবি মুক্তির কথাও প্রাথমিকভাবে প্রকাশ্যে এসেছে। সব ঠিক থাকলে ২০২৬ সালের ২০ মার্চে প্রেক্ষাগৃহে আসতে পারেন ধনুশ-সিডনি।
উল্লেখ্য, ধনুশের যাবতীয় জনপ্রিয়তা দক্ষিণী বিনোদন দুনিয়ায়। তার পরের ছবি ‘কুবেরা’র জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন। অভিনেতার সঙ্গে দেখা যাবে নাগার্জুন, রাশমিকা মান্দানাকে। সব ঠিক থাকলে এ বছরেই তিনি পরিচালকের আসনেও বসবেন। তার প্রথম পরিচালনা ‘ইডলি কড়াই’। এর মধ্যেই হলিউডে অভিনয়ের জল্পনা ছড়ানোয় খুশি ধনুশের ভক্ত-অনুরাগীরা।
ঊষার আলো-এসএ