UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে ভর্তি কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ

ঊষার আলো
জুন ৩০, ২০২১ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউডের কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ’র হাসপাতালে ভর্তি হওয়ার খবর এসেছে। কয়েকদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন এই প্রবীণ অভিনেতা। এবার ফুসফুসে সংক্রমণের কারণে দুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নাসিরুদ্দিন শাহ’র ম্যানেজার ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ‘গত ২ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন নাসিরুদ্দিন শাহ। কিছুদিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। ফুসফুসে সংক্রমণ পাওয়ার পর কোনও প্রকার ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল ও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।’

হিন্দি সিনেমা এবং মঞ্চের অন্যতম এক সফল অভিনেতা নাসিরউদ্দিন শাহ। ভারত সরকারের কাছে পদ্মশ্রী এমনকি পদ্মভূষণ সম্মানেও ভূষিত হয়েছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে তাকে ‘রামপ্রসাদ কি তেহরভি’ সিনেমায় দেখা যায়।

তার অসুস্থতায় বলিউড ইন্ডাস্ট্রিতে উদ্বেগ দেখা দিয়েছে।

(ঊষার আলো-এফএসপি)