UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হিন্দি শুনেই মঞ্চ থেকে নেমে গেলেন এ আর রহমান

usharalodesk
মার্চ ২৭, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জনপ্রিয় একজন সংগীত পরিচালক এ আর রহমান। তবে দেখে গম্ভীর মনে হলেও তার হাস্যরসবোধের বিষয়টি অনেকবারই প্রকাশ্যে এসেছে।

সম্প্রতি চেন্নাইয়ে তার ‘নাইনটি নাইন সংস’ সিনেমার অডিও প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। ওখানকার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, মঞ্চে কাশ্মীরি অভিনেতা এহান ভাটের সাথে এ আর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক তামিল বলতে বলতে হঠাৎই হিন্দিতে স্বাগত জানান এহানকে। আর হিন্দি শুনেই এ আর রহমান মঞ্চ হতে নেমে যান ।

যদিও অস্কার-বাফটা-গ্র্যামি জয়ী এ সংগীত পরিচালক হাসি মুখে মঞ্চ হতে নেমেছেন তবে অনেকেই এটি ভিন্নভাবে দেখছেন। কেউ কেউ মনে করছেন, হিন্দি ভাষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবেই কাজটি করেন এ আর রহমান। কারণ তামিলরা বরাবরই জোর তাদের উপর করে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেন। এর আগে নানাভাবেই বিষয়টির প্রতিবাদ করা হয়েছে। যদিও এই এ আর রহমান হিন্দির বিরুদ্ধে আন্দোলন সমর্থন করেন কিনা তা জানা যায়নি।

পরবর্তী সময়ে হিন্দি শুনে মঞ্চ হতে নেমে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুধুমাত্র মজা করার জন্যই এ কাজটি করেছি।’

(ঊষার আলো-এফএসপি)