UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমা ‘আগস্ট ১৯৭৫’

usharalodesk
আগস্ট ১২, ২০২১ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। আর ভয়াল সেই রাতের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘আগস্ট ১৯৭৫’। গতকাল সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। প্রযোজনার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান।

তিনি জানান, ১৫ আগস্ট রাত ১২টা এক মিনিটে ‘আগস্ট ১৯৭৫’ সিনেবাজ ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া হবে। আর সবাই সেটি বিনামূল্যে দেখতে পাবেন। এছাড়াও সিনেমা হল খুললে ২০ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রের মাধ্যমে আয়ের যাবতীয় অর্থ বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে প্রদান করা হবে বলেও জানান সেলিম খান।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, তানভীন সুইটি, আনিসুর রহমান মিলন, তাসকিন রহমান এবং মাজনুন মিজান প্রমুখ।

(ঊষার আলো-এফএসপি)