UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৯ আগস্ট মুক্তি পাচ্ছে অক্ষয়-বানীর অভিনীত সিনেমা ‘বেল বটম’

ঊষার আলো
আগস্ট ৩, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী ১৯ আগস্ট অক্ষয় কুমার ও বানী কাপুর অভিনীত ছবি ‘বেল বটম’ মুক্তি পাচ্ছে। অক্ষয় নিজে টুইটারে ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছেন। 2D-র পাশাপাশি 3D-তে মুক্তি পাবে এই পিরিয়ড ছবিটি।

আশির দশকের প্রেক্ষাপটে সাজানো পরিচালক রণজিত এম তিওয়ারির স্পাই থ্রিলার ‘বেল বটম’। এই ছবিতে প্রথমবার ফুটে উঠবে অক্ষয় কুমার ও বাণী কাপুরের রোম্যান্স। ছবিটিতে আরও অভিনয় করেছেন লারা দত্ত ও হুমা কুরেশি।

বলিউডে বেশ কয়েক বছর ধরেই রিমেকের প্রবণতা বাড়ছে। বড় বড় তারকারা অন্য ইন্ডাস্ট্রিতে নির্মিত সিনেমার রিমেকে কাজ করছেন। কিন্তু অক্ষয় দাবি করেছেন, ‘বেল বটম’ কোনও ফিল্মের রিমেক নয়। সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে ছবিটির চিত্রনাট্য।

পূজা এন্টারটেনমেন্ট ও এমিনি এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই সিনেমা।

(ঊষার আলো-এফএসপি)