UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

১৯ বছরের ব্যবসায়ীর সঙ্গে ৪৯ বর্ষী বলিউড অভিনেত্রীর প্রেম!

usharalodesk
জানুয়ারি ১৩, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউড পাড়ায় গুঞ্জন, প্রেম করছেন আমিশা প্যাটেল। ৪৯ বছর বয়সের সুন্দরী তরুণীর প্রেমিকার নামের সঙ্গে জড়িয়ে গেছে ব্যবসায়ী নির্বাণ বিড়লার নাম। সেই জল্পনা আরও জোড়ালো হয় আমিশার এক পোস্টে। অভিনেত্রীর দাবি, তারা প্রেম করছেন। কিন্তু নির্বাণ জানিয়েছেন ভিন্ন কিছু। তার মতে তারা ডেটিং করছেন না। তাদের মাঝে স্রেফ পারিবারিক বন্ধুত্ব।

গত বছরের ১৩ নভেম্বর আমিশা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্যবসায়ী এবং গায়ক নির্ভানার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘দুবাই—আমার প্রিয় নির্বাণ বিড়লার সঙ্গে সুন্দর সন্ধ্যা।’ সেখানে তাদের দুজনকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়।

ভক্ত-সমর্থকদের আলোচনার খোরাক জন্মায় জায়গাটি দুবাই বলে। তাছাড়া দুজনের পোশাকের রঙও  ছিল এক— কালো। তবে দুবাইতে চুটিয়ে প্রেম করতে নয়, নির্বাণ জানিয়েছেন ব্যবসা ও গানের শ্যুটের জন্য মধ্যপ্রাচের দেশটিতে গিয়েছিলেন। সেখানে কাকতালীয়ভাবে তার সঙ্গে আমিশার দেখা।

নির্বাণ সম্প্রতি প্রেমের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে বলেন, ‘আমরা একে অপরকে পারিবারিকভাবে জানি। তিনি আমাদের পরিবারের একজন প্রিয় বন্ধু। আমিশা ও আমি ডেট করছি না। আমার বাবা তাকে স্কুলের দিন থেকেই চেনেন। আমরা দুজনেই দুবাইয়ে ছিলাম কারণ আমি আমার মিউজিক অ্যালবামের শুটিং করছিলাম। এতে তিনিও অংশ নিয়েছিলেন।’

যশবর্ধন বিড়লার ছেলে নির্বাণ বিড়লা। তিনি বিড়লা ওপেন মাইন্ডস এডুকেশন প্রাইভেট লিমিটেড এবং বিড়লা ব্রেইনিয়াকস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া, তিনি একজন গায়ক হিসেবে পরিচিত এবং গানের অ্যালবাম তৈরি করেন। আমিশাকে শেষবার রূপালি পর্দায় দেখা গেছে ‘গদর ২’-এ। প্রেমের গুঞ্জনে এখনও অবশ্য তিনি কোনো কথা বলেননি।

ঊষার আলো-এসএ