UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২য় বারের মতো কানের স্বর্ণপাম উঠল কোনো নারী নির্মাতার হাতে

usharalodesk
জুলাই ১৮, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতল জুলিয়া দুকুরনোর ‘তিতান’। এটি হল কানের সবচয়ে সম্মানজনক পুরস্কার। দ্বিতীয় নারী হিসেবে ৩৭ বছর বয়সী ফরাসি নির্মাতা জুলিয়া এই পুরস্কার জিতেছেন। এর আগে ১৯৯৩ সালে নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন ‘দ্য পিয়ানো’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো নারী পরিচালক হিসেবে স্বর্ণ পাম জিতেছিলেন। গতকাল ১৭ জুলাই রাতে ঘোষণা করা হয় কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের বিজয়ীদের নাম।

জুলিয়ার হাতে পুরস্কারটি তুলে দেন অভিনেত্রী শ্যারন স্টোন এবং এবারের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান স্পাইক লি।

পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পুরস্কার বিতরণী পর্বের শুরুতে সেরা অভিনেতা বিভাগের পরিবর্তে ভুল করে ‘তিতান’কে স্বর্ণ পাম জয়ী ঘোষণা করে বসেন স্পাইক লি। পরে মুহূর্তেই তিনি নিজের কথা ফিরিয়ে নেন। কিন্তু শেষ পর্যন্ত যে সেটি উত্তেজনা ধরে রাখার জন্য ছিলো তা প্রমাণ হলো ‘তিতান’-এর জয়ে।

১ ঘণ্টা ৪৮ মিনিট ব্যাপ্তির ‘তিতান’ছবির গল্পটি বাবা ও ছেলের সম্পর্ককে ঘিরে। বেশ কিছু অপরাধ সংঘটিত হওয়ার পর ছেলের সাথে দেখা হয় বাবার। তার এই ছেলে দশ বছর ধরে নিখোঁজ ছিলো। আর ‘তিতান’ছবির চিত্রনাট্য লিখেছেন জুলিয়া দুকুরনো নিজেই।

(ঊষার আলো-এফএসপি)