ঊষার আলো রিপোর্ট : করোনায় সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন শনিবার সকাল ৯টা থেকে ২০ জুন রবিবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।
এদের মধ্যে ১ জন করোনায়, ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ ১০ জনের মধ্যে ৭ জনেরই বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া ২ জন চাঁপাইনবাবগঞ্জের এবং ১ জন নওগাঁর বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ ২জন করে মারা গেছে ৩, ২৯/৩০ নম্বর ওয়ার্ডে। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা গেছে ১জন। এ ছাড়া ১ জন করে মারা গেছে ১, ১৫, ১৬, ২২, ২৫, ৩৯/৪০ নম্বর ওয়ার্ডে।
এদিকে ১৯ জুন শনিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৬৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৪৫ ও রামেক ল্যাবে ২৩৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার অনুপাতে নওগাঁয় সবচেয়ে বেশি ৫৯ দশমিক ৪৬ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ৪৬ দশমিক ৯৯ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ৩১ দশমিক ৬ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।
(ঊষার আলো-এম.এইচ)