UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩০ বছর ধরে খেয়ে আসছেন ইট, বালু ও পাথর!

usharalodesk
জুন ২৭, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা হানস রাজ বয়স ৫০ এর কাছাকাছি। তবে অবাক করা বিষয় হলো- তার প্রিয় খাদ্য হল ইট, বালু ও পাথর। আর এ খাবার তিনি প্রায় ৩০ বছর ধরে খেয়ে আসছেন।

হানস রাজ ভাত, ডাল, রুটি বা মাছ-মাংস কিংবা ডিম কিছুই খান না। খান শুধু বালু, পাথর ও ইট। তিনি এলাকায় স্যান্ড ম্যান হিসেবেও খ্যাত। এ ঘটনা আজকের থেকে না। প্রায় ২০ বছর বয়স থেকে তিনি এ খাবার খেয়ে চলেছেন। আর শুধু খাচ্ছেনই না, শারীরিক ভাবেও সুস্থ রয়েছেন হানস রাজ।

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন ইট, বালু ও পাথর খাওয়া আমার জন্য একটা স্বাভাবিক বিষয়। এগুলো খেলে আমি শরীরে অনেক শক্তি পাই। এমনকী আমার পেটে কিংবা দাঁতে কোনও সমস্যা হয় না। আমার দাঁতগুলো এখনও সুস্থ রয়েছে। অথচ আমি প্রতিদিনই শক্ত শক্ত খাবার চিবিয়ে খাই।’

জানা যায়, হানস রাজ বিরল এক রোগ যার নাম পিকা তাতে ভুগছেন। এটি একটি মানসিক রোগ। কিন্তু ডাক্তারি মতে, এ রোগে ভুগলে অখাদ্যকেও খাবার বলে খাওয়া সম্ভব। আর সে কারণেই তিনি দিনের পর দিন ধরে ইট, বালু ও পাথর খেয়ে চলেছেন।

(ঊষার আলো-এফএসপি)