UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৪ বছর বয়সে বিগ বসখ্যাত বিশালকে বিয়ে করলেন অভিনেত্রী শ্বেতা

usharalodesk
নভেম্বর ২১, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: আগের দুই স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তাই সংসারী হতে পারেননি তিনি। এবার ৪৪ বছর বয়সি অভিনেত্রী বিগ বসখ্যাত বিশালকে তৃতীয় বিয়ে করলেন। কসৌটি জিন্দেগিখ্যাত শ্বেতার পাশে দেখা যাচ্ছে বরবেশে বিশাল আদিত্য সিংকে, যা দেখে রীতিমতো হতবাক নেটিনেজদের একটি অংশ।

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে— শ্বেতা তিওয়ারিকে বিয়ের সাজে। কসৌটি জিন্দেগিখ্যাত অভিনেত্রী শ্বেতার পাশে দেখা যাচ্ছে বরবেশে বিশাল আদিত্য সিংকে, যা দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা। তবে একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে যে, এই ছবি আসলে মর্ফ করা। শুধু ছবি নয়, একটা ভিডিওও ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে— বিয়ের পর ‘পহেলি রসোই’-এর যে নিয়ম, তা পালন করছেন তিনি।

আসল সত্যি হলো— এই ছবি মোটেও সত্যি নয়; কখনই বিয়ে করেননি শ্বেতা তিওয়ারি ও বিশাল আদিত্য সিং। বরং লাল শাড়িতে শ্বেতার যে ছবিটি, তা আসলে স্বরা ভাস্করের বিয়ের সময়কার। সেখানেই স্বরার জায়গায় বসানো হয়েছে শ্বেতার মুখ। আর তার ফারহাদ আহমেদের জায়গায় দেখা গেছে বিশালের মুখ।

যদিও এই ভাইরাল পোস্ট নিয়ে এখনো মুখ খোলেননি শ্বেতা বা বিশাল কেউ-ই। বলে রাখা ভালো— খতরো কে খিলাড়ি ১১-তে একসঙ্গে অংশ নিয়েছিলেন বিশাল আর শ্বেতা। শুধু তাই নয়, ‘বেগুসরাই’ বলে একটি শো-তে বিশালের মায়ের চরিত্রে অভিনয়ও করেছিলেন শ্বেতা।

এক সাক্ষাৎকারে শ্বেতার বন্ধুত্ব নিয়ে একবার বিশাল বলেছিলেন— ‘শ্বেতা তিওয়ারি একজন দুর্দান্ত সহ-অভিনেত্রী এবং বন্ধু। আমি সবসময় ওর সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। যখন আমরা আমাদের টিভি শো ‘বেগুসরাই’ (২০১৫)-এর জন্য শুটিং করেছি, তখন আমি তো ফ্লার্ট করতাম। সে তিরস্কার করত। আমাকে দেখে হেসে বলত— ‘চলে যাও, তুমি একটা বাচ্চা’। শোতে সে আমার ফুফুর চরিত্রে অভিনয় করত। পরে আমার মায়ের ভূমিকায় অভিনয় করে। সেই থেকে আমি এখনো ওকে মা বলেই ডাকি।

উল্লেখ্য, খুব অল্প বয়সেই গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। সঙ্গে মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করে নেন রাজা চৌধুরীকে। বিয়ের পরপর তাদের একটি মেয়েও হয় পলক তিওয়ারি, যিনি ইতোমধ্যে পা রেখেছেন বলিউডে। কিন্তু এই বিয়ে একেবারেই সুখের ছিল না। শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে পুলিশে এফআইআরও করেন শ্বেতা। ২০০৭ সালে ডিভোর্স হয়ে যায়।

এরপর ২০১৩ সালে শ্বেতা তিওয়ারি বিয়ে করেন পুরব কোহলিকে। তবে এই বিয়েও সুখের ছিল না। এখানেও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী। এই বিয়ে থেকে তার রেয়াংশ নামে একটি পুত্রসন্তান হয়। আপাতত ছেলে আর মেয়েকে নিয়ে আলাদাই থাকেন শ্বেতা। দুই সাবেক স্বামীর সঙ্গেই আর কোনো যোগাযোগ নেই তার।

এদিকে শ্বেতার ছবি মুক্তি পেয়েছে সিংঘম এগেইনেও। দেখা গিয়েছিল রোহিত শেঠির পুলিশ ফোর্স, যা দিয়ে তিনি ওয়েব ডেবিউ করেন।

বিশাল আদিত্য সিং-এর ভাঙা প্রেম

বিশাল সম্পর্কে ছিলেন দীর্ঘ সময় হিন্দি টিভি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ মধুরিমা তুলির সঙ্গে। তাঁরা একসঙ্গে নাচ বলিয়ে-তেও অংশ নেন। এরপর আসন বিগ বস ১৩-তে। সেখানে ঝগড়া থেকে শুরু করে মারামারি পর্যন্ত করতে দেখা যায় বিশাল ও মধুরিমাকে।

ঊষার আলো-এসএ