UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৫০ পর্বে বৈশাখী টিভির ধারাবাহিক ‘মহাজন’

pial
সেপ্টেম্বর ২২, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বৈশাখী টিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮.৪০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘মহাজন’।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রচারিত হবে নাটকটির ৫০ তম পর্ব।

মজিবুল হক খোকন পরিচালিত নাটকের গল্প লেখেন টিপু আলম মিলন। নাট্যরূপ দিয়েছেন এন ডি আকাশ, নাটকটি প্রযোজনা করেছেন ইমরান খান।

নাম ভূমিকায় অভিনয় করেছেন বড়দা মিঠু, আরো রয়েছেন রওনক হাসান, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, সোমা ফেরদৌস, রাশেদ মামুন অপু, রেবেকা, মৌমিতা মৌ, সাব্বির আহমেদ, তানিয়া সুলতানা স্নেহা, সায়কা আহমেদ, আশরাফুল আশিস, তারিক স্বপন, রকি খান ও সমু চৌধুরী প্রমুখ।

নাটক সম্পর্কে লেখক টিপু আলম মিলন জানান, সুদখোর মহাজনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠে গ্রামের প্রতিটি মানুষ। আর চারদিকে নেমে আসে কষ্টের অমানিশা। তারা বুঝতে পারে সুদের টাকায় মানুষের উপকারের চেয়ে অপকারই আসলে হয় বেশি। এমনকি বংশ পরম্পরায় সুদের ঘানি টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে মানুষ। ইসলামে যে সুদকে নিষিদ্ধ করা হয়েছে সেটা মনে প্রাণে উপলব্ধি করতে থাকে তারা। কাজে তারা সুদহীন জীবন গড়ায় অঙ্গীকারাবদ্ধ হয়। প্রকৃতপক্ষে ‘মহাজন’ গল্পের মাধ্যমে সমাজের কিছু অমানুষ মহাজনের চরিত্র প্রতিফলিত হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)