খুলনায় বেপরোয়া ইট বোঝাই ট্রলির ধাক্কায় মুকরিমা বিনতে মোহন নামে ৯ বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১২ এপ্রিল) সকালে রাস্তা পার হওয়ার সময় খুলনা গোয়ালখালী কবরস্থানে মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত শিশুটি ঢাকার কামরাঙ্গীরচর যাওলা গ্রামের জনৈক মোহন ব্যাপারীর মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা পার হওয়ার সময়ে বেপরোয়া গতিতে আসা একটি ইট বোঝাই ট্রলি শিশু মুকরিমা বিনতে মোহন ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি পৌনে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ট্রলিটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
ঊআ-বিএস