UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখ খানের স্ত্রীর বিরুদ্ধে মামলা

ঊষার আলো
মার্চ ২, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরি খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার (১ মার্চ) উত্তর প্রদেশের লখনৌতে এই মামলা নথিভুক্ত হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইন্ডিয়ান পেনাল কোড সেকশন ৪০৯ ধারায় এ মামলা দায়ের করেছেন মুম্বাইয়ের বাসিন্দা যসবন্ত শাহ।

লখনৌর সুশান্ত গলফ সিটিতে একটি ফ্ল্যাট কিনেন যশবন্ত শাহ। এ বাবদ ৮৬ লাখ রুপি দিয়েছেন তিনি। কিন্তু সেই ফ্ল্যাটটি তিনি বুঝে পাননি। বরং অন্য কেউ এটি দখলে নিয়েছেন। যে কোম্পানির কাছ থেকে যশবন্ত ফ্ল্যাটটি কিনেছেন, সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গৌরি খান।

শাহরুখ পত্নীর পাশাপাশি এ কোম্পানির সিএমডি অনিল কুমার তুলসিয়ানি এবং পরিচালক মহেশ তুলসিয়ানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গৌরি খানের বিরুদ্ধে মামলা করার কারণ ব্যাখ্যা করে যশবন্ত বলেন, ‘এ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌর খানের দ্বারা প্রভাবিত হয়ে ফ্ল্যাটটি কিনেছিলাম।’

ঊষার আলো-এসএ