UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শুটিং সেটে আহত হয়েছেন টলিউড অভিনেতা দেব

ঊষার আলো
মার্চ ৮, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : শুটিং সেটে আহত হয়েছেন টলিউড অভিনেতা ও তৃণমূলের সংসদ সদস্য দেব। ওড়িশায় ‘বাঘাযতীন’ সিনেমার শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

ইনস্টাগ্রামে হোলি উৎসবের একটি ছবি পোস্ট করে ‘বাঘাযতীন’ সিনেমার টিমকে শুভেচ্ছা জানান দেব। এ ছবিতে দেখা যায়, রঙে মাখামাখি দেব। চোখে-মুখে উচ্ছ্বাসের ঢেউ। কিন্তু তার বাঁ চোখে ব্যান্ডেজ। এমন অবস্থায় প্রিয় অভিনেতাকে দেখে ভক্তদের প্রশ্ন— চোখে কি হয়েছে? যদিও এর জবাব দেননি দেব।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘বাঘাযতীন’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বাঁ চোখে আঘাত পেয়েছেন দেব। চিকিৎসকের পরামর্শেই চোখে ব্যান্ডেজ রাখতে হয়েছে তাকে। তবে এখন অনেকটা ভালো আছেন এই নায়ক।

অরুণ রায় পরিচালিত ‘বাঘাযতীন’ সিনেমা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে দেবকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য। এই সিনেমার মাধ্যমে দর্শক পাবেন নতুন নায়িকা সৃজা দত্তকে। চলতি বছরের ২০ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

ঊষার আলো-এসএ