UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সুখের সন্ধানে বার্সেলোনা ছাড়লেন শাকিরা

ঊষার আলো
এপ্রিল ৪, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বিশ্ববিখ্যাত পপ গানের শিল্পী ইসাবেল মেবারাক রিপোই শাকিরা। তিনি একজন কলম্বিয়ান গায়িকা, গীতিকার, সুরকার, সংগীত প্রযোজক ও নৃত্যশিল্পী।

রোববার শাকিরা তার ইনস্টাগ্রামে এক পোস্টে সেই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, দুই ছেলে মিলান (১০) এবং সাশাকে (৮) নিয়ে স্থায়ীভাবে মিয়ামিতে বাস করবেন।

এক দশকেরও বেশি সময় ধরে শাকিরা বার্সেলোনায় বসবাস করছিলেন। সন্তানদের সুখের কথা চিন্তা করে তিনি প্রিয় শহর ছাড়ছেন।

শাকিরা পোস্টে আরও উল্লেখ করেন, বার্সেলোনায় বসবাস করে কিছু মানুষের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছিল।

প্রতিবেশীদের ভালোবাসায় আমি প্রতিনিয়ত সিক্ত হতাম। অনেক মিস করব আপনাদের। তিনি তার পোস্টের উপসংহারে লিখেছেন, ‘আমার স্প্যানিশ ভক্তদের ধন্যবাদ যারা সবসময় আমাকে তাদের ভালোবাসা এবং আনুগত্য দিয়ে ঘিরে রেখেছিলেন, আবার দেখা হবে।’

উল্লেখ্য, শাকিরার সন্তানদের বাবা বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে ২০২২ সালে এই পপ গায়িকার বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের এক বছর পর শাকিরা বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন।

ঊষার আলো-এসএ