UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন করে কার প্রেমে পড়লেন কঙ্গনা?

ঊষার আলো
এপ্রিল ১১, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতা দিয়ে আলোচনায় না আসলেও বেফাঁস মন্তব্য করে বরাবরই আলোচনায় আসছেন কোকড়া চুলের এই অভিনেত্রী।

দু’পক্ষের মধ্যে বিস্তর কাদা ছোড়াছুড়ি চলেছে। অবস্থা এমন পর্যায়ে যে, আদালতের দ্বারস্থ হন তারা। যদিও কঙ্গনার পর্ব মিটিয়ে এখন সাবার সঙ্গে ভালো আছেন হৃতিক। এখন অভিনেত্রীর নতুন পোস্টে মিলল প্রেমের ইঙ্গিত।

সপ্তাহের শুরুতেই নিজের লাজুক ছবি দিয়ে লেখেন, ‘ইশক উয়োহ আতিশ হ্যায় গালিব জো লাগানে সে লগতি নেহি। অউর বুজনে সে বুজতি নেহি।’ বোঝাই যাচ্ছে, মির্জ়া গালিবের কবিতা পোস্ট করেছেন অভিনেত্রী।

কেউ জিজ্ঞেস করেছেন, ‘প্রেমে পড়েছেন নাকি?’ কেউ আবার খোঁচা দিয়ে লিখেছেন, ‘আপনি মনে হয় হৃতিককে ভুলতে পারছেন না?’ কেউ কেউ তো আগ বাড়িয়ে অভিনেত্রীর কমেন্টবক্সে হৃতিক-সাবার ছবিও পোস্ট করেছেন।

ঊষার আলো-এসএ