UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সার্বিয়ায় সামান্থার সঙ্গী বলিউড নায়ক

ঊষার আলো
মে ২৯, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : সামান্থা রুথ প্রভুর জুটি এবার বলিউড নায়ক বরুণ ধাওয়ান। আমেরিকান সায়েন্স ফিকশন সিরিজে অভিনয় করতে সার্বিয়ায় যাচ্ছেন তারা।

সিরিজটির নাম সিটাডেল। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রথম ওয়েব সিরিজ প্রসঙ্গে বরুণ বলেন, ‘সিরিজটিতে কাজ করা সত্যিই বিস্ময়কর। সার্বিয়াতে শুটিং করতে যাচ্ছি আমরা। সেখানে আমাদের প্রচুর অ্যাকশনসহ এক মাসব্যাপী শুটিং চলবে। ভারতে এখনও এমন কিছু দেখেনি দর্শকেরা।’

গত মাসে মুক্তি পাওয়া আমেরিকান সংস্করণ ‘সিটাডেল’ এ স্পাই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। নাদিয়া সিং অর্থাৎ প্রিয়াঙ্কা এমন একজন গুপ্তচর, যিনি সরকারের খাতায় মৃত একজন মানুষ। তার সঙ্গী ছিলেন এজেন্ট রিচার্ড ম্যাডেন। তারা কাজ করেন আন্তর্জাতিক স্পাই এজেন্সি ‘সিটাডেলে’।

বরুণকে আগামীতে জাহ্নবী কাপুরের বিপরীতে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমায় দেখা যাবে।

সামান্থাকে সবশেষ গুণশেখর পরিচালিত পৌরাণিক গল্পনির্ভর সিনেমা ‘শকুন্তলমে’ দেখা গিয়েছিল। আগামীতে তাকে রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘কুসি’তে দেখা যাবে। সিনেমাটি মুক্তি পাবে ১ সেপ্টেম্বর।

ঊষার আলো-এসএ