UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছার মুক্তিযোদ্ধাদের মাঝে পানির ট্যাংক বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছার মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পানির ট্যাংক (জলাধার) বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকালে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে পানির ট্যাংক বিতরণ করেন সংসদ সদস্য  আক্তারুজ্জামান বাবু।
উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী, আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুবলীগনেতা শামীম সরকার, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, কেডি বাবু, প্রভাষক নিবেদিতা মন্ডল, জুলি শেখ, নাজমা কামাল, লতা আমিন ও জনস্বাস্থ্য দপ্তরের সিসিটি অরুণ ঢালী।