পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াত জোট ঢাকা শহরে অবস্থান কর্মসূচির নামে বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন রোববার (৩০ জুলাই) বিকালে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
আয়োজিত কর্মসূচিতে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলালীগ ও ছাত্রলীগ সহ দলটির সকল অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা ব্যানার সহ অংশ নেয়। আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার চৌ-রাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, শেখ আনিসুর রহমান মুক্ত, আওয়ামী লীগ নেতা সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল ইসলাম, জিএম আব্দুস সালাম কেরু, আব্দুল মান্নান গাজী, শাহাজাদা আবু ইলিয়াস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, জিএম ইকরামুল ইসলাম, ডাঃ শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ্বাস, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম, বিজন বিহারী সরকার, শেখ ইকবাল হোসেন খোকন, হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক মশিউর রহমান, এসএম শামছুর রহমান, এ্যাড : শেখ আব্দুর রশীদ, আব্দুর রাজ্জাক রাজু, প্যানেল মেয়র শেখ মাহবুর রহমান রঞ্জু, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, কাজী জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, কবিতা দাশ, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকীম, আকরামুল ইসলাম, কে ডি বাবু, মানবেন্দ্র মন্ডল, মিজানুর রহমান, মৃগাঙ্গ বিশ্বাস, অহেদুজ্জামান মোড়ল, প্রনবকান্তি মন্ডল, শেখ রাজু আহমেদ, শাহজান কবির, আনারুল ইসলাম, জুলি শেখ, নাজমা কামাল, লতা আমিন, ফাতেমাতুজ জোহরা রূপা, প্রভাষক নিবেদিতা মন্ডল, খুকু মনি, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবতী, তানজিম মোস্তাফিজ বাচ্চু, সাব্বির হোসেন, মাসুদুর রহমান মানিক, আশরাফুল ইসলাম রাবু, শাহীন শাহ বাদশা, রাশেদুজ্জামান রাসেল ও অহিদুজ্জামান।