UsharAlo logo
বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শাকিব না নিশো— কাকে বেছে নেবেন ইধিকা?

ঊষার আলো
আগস্ট ২, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি পায় ‘প্রিয়তমা’ সিনেমা। এ সিনেমায় ঢালিউড অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচিত হয়েছেন কলকাতার ইধিকা পাল। শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ নায়িকাকে প্রশংসায় ভাসিয়েছেন অপু বিশ্বাস ও শবনম বুবলীও।

এ সময় উপস্থাপক ইধিকা পালের কাছে জানতে চান— শাকিব খান ও আফরান নিশোর সঙ্গে একসঙ্গে অভিনয়ের অফার পেলে কাকে বেছে নেবেন? প্রশ্নোত্তরে ইধিকা বলেন, সুযোগ হলে দুজনের সঙ্গেই কাজ করব। আর যদি দুজন থেকে একজনকে বেছে নিতে বলেন তা হলে শাকিব খানকেই বেছে নেব।

ঊষার আলো-এসএ