UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বলিউড নায়িকা জারিন খান এখন ড. জারিন খান

usharalodesk
মার্চ ৯, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জারিন খান এখন ড. জারিন খান। তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। ভারতের গোয়ায় নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ড-২০২০ অনুষ্ঠানে সম্প্রতি তাকে এই ডিগ্রি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবরে বলা হয়েছে ওই আয়োজনে জারিন খানকে শুধু ডক্টরেট ডিগ্রিই দেওয়া হয়েছে এমনটা নয় তাকে নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে।
তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছেন আমেরিকান ইউনিভার্সিটি অব গ্লোবাল পিস। আর সে কারণেই তিনি এখন ড. জারিন খান! এই অর্জনের জন্য গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত অভিনন্দন জানিয়েছে জারিনকে।
ওই আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন বলিউড অভিনেত্রী জারিন খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ার করেছে জারিন খান নিজেই। আয়োজন ও পুরস্কারপ্রাপ্তির বেশ কিছু ছবি শেয়ার করে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। জানিয়েছে সাম্মানিক ডক্টরেট পেয়ে তিনি সত্যিই উচ্ছ্বসিত।

 

 

(ঊষার আলো-এম.এইচ)