UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাইগার ৩-এর সেই ভাইরাল দৃশ্য নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

ঊষার আলো
নভেম্বর ২০, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : দিওয়ালি উপলক্ষ্যে ১২ নভেম্বর মুক্তি পেয়েছে সালমান খানের ‘টাইগার’ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার-৩’। যথারীতি ক্যাটরিনা কাইফকে নিয়ে এবারও মিশনে নেমেছেন সালমান। বর্তমানে এই ছবির সাফল্য উপভোগ করছেন ক্যাটরিনা কাইফ।

এর মধ্যেই সিনেমা নিয়ে শনিবার অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে কথাবার্তা সেরেছেন অভিনেত্রী। সেখানে সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে ছবিতে তার ভাইরাল ‘টাওয়েল সিন’ সব কিছু নিয়েই অনুরাগীদের প্রশ্নের উত্তর দেন ক্যাটরিনা।

সেখানে এক অনুরাগী ক্যাটরিনার ভাইরাল তোয়ালে পরে অ্যাকশন দৃশ্য প্রসঙ্গে প্রশ্ন করেন।

এর উত্তরে ক্যাটরিনা একটি ছবি শেয়ার করেন ‘জিনে কে হ্যায় চার দিন’ গানের যেখানে সালমানকে তোয়ালে পরে ড্যান্স স্টেপ করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখেন, ‘সালমান খান, আপনি তোয়ালে ব্যবহার করেছিলেন আর আমি তোয়ালে পরেছি।’

টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার ৩’। এ ছাড়া এটি ওয়াইআরফি স্পাই ইউনিভার্সে নবীনতম সংযোজন। এর আগে তালিকায় রয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’। ‘টাইগার-৩’ ছবির পরিচালনা করেছেন মণীশ শর্মা।

ঊষার আলো-এসএ