UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও দাম বাড়ল স্বর্ণের

usharalodesk
মে ১০, ২০২১ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনাকালে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণ দেখিয়ে ঈদের ঠিক আগ মুহূর্তে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এ দফায় ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। সোমবার (১০ মে) দুপুর থেকে স্বর্ণের নির্ধারিত নতুন দর কার্যকর করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।এখন থেকে ভালোমানের (২২ ক্যারেট) স্বর্ণালংকার কিনতে ভরিতে গুণতে হবে ৭১ হাজার ৪৪২ টাকা। দাম বাড়ার পূর্বে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৬৯ হাজার ১০৯ টাকা। এ ছাড়াও ২১ ক্যারেট ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ৫৪৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণলংকারের ভরি বিক্রি হবে ৪৯ হাজার ২২২ টাকায়। এদিকে, স্বর্ণের দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই এক হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ এবং ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে এক হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। স্বর্ণের দাম বাড়ার কারণ হিসেবে সমিতি জানিয়েছে, করোনার কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) এক হাজার ৮৩০ মার্কিন ডলার হয়েছে। এমনকি বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। যারফলে, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে চাহিদার বিপরীতে স্বর্ণ আমদানি করতে পারছেন না ডিলাররা। এই কারণে দাম বেড়েছে।

(ঊষার আলো-আরএম)