UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পুকুরে মাটি কাটতে গিয়ে মিলল মানুষের কঙ্কাল

usharalodesk
মে ১০, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফরিদপুরের সালথায় পুকুরে মাটি কাটতে গিয়ে মিলল মানুষের কঙ্কাল। ১৫ ফিট মাটির নিচে মানুষের মাথার খুলি এবং হাত-পায়ের অংশের হাড়গোড় পাওয়া গেছে। এতে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

গতকাল রবিবার উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া এলাকার হোসেন শিকদারের পুকুর খননের সময় কঙ্কালটির সন্ধান মেলে। কিন্তু পুলিশ ও স্থানীয়দের ধারণা যে, এই পুকুরে হয়তো অনেক আগের কবরস্থান ছিল কিংবা ৭১ সালের গণকবর ছিল।

স্থানীয় ইউপি সদস্য মোকাদ্দেস হোসেন জানান, বোয়ালিয়া এলাকার হোসেন শিকদারের পুকুরে মাটি কাটছিলেন ৭ থেকে ৮ জন শ্রমিক। পুকুরের ভেতরে মাটি কেটে প্রায় ১৫ ফিট গভীরে যাওয়ার পর কোদালের সঙ্গে মানুষের মাথার একটি খুলি ওঠে আসে। সেখান থেকে পরে হাত-পায়ের হাড়গোড়ও উদ্ধার করা।

সালথা থানার ওসি আশিকুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করে থানায় এনেছে। পুকুর কাটার সময় প্রায় ১৫ ফিট মাটির নিচে কঙ্কালটি পাওয়া যায়। গভীর মাটির নিচে কঙ্কালটি পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে যে, সেই স্থানে কোনও এক সময় কবরস্থান ছিল। বিষয়টি ভালভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঊষার আলো-এফএসপি)