UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের ফেরা নিয়ে যা বললেন শান্ত

usharalodesk
মার্চ ২৬, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে ফিরছেন সাকিব আল হাসান। সিলেট টেস্টে ভরাডুবির পর যা নিশ্চিতভাবেই কিছুটা স্বস্তি দেবে বাংলাদেশকে।

গতকাল লঙ্কানদের বিপক্ষে বড় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কাছে জানতে চাওয়া হয় পরের টেস্টে সাকিবের ফেরার কথা চলছে, সেটা দলের জন্য কতটা স্বস্তির?

শান্ত জবাবে বলেন, ‘অবশ্যই, সিনিয়র প্লেয়ার থাকলে অবশ্যই স্বস্তি তো থাকেই। সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় যদি দলে আসে, প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভালো হয়। তার অভিজ্ঞতা আমাদের দলকে অনেক সহায়তা করবে। যদি ফিরে তাহলে ভালোই হবে।’

সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি আঙ্গুলের চোটের কারণে। এরপর চোখের সমস্যায় ভুগেছেন। বিপিএল এবং ডিপিএলে সময় দিয়েছেন। এবার ফের জাতীয় দলে আসছেন সেই শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে।

ঊষার আলো-এসএ