UsharAlo logo
মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রুক্মিণীর ফেসবুক প্রোফাইল হ্যাক, সতর্কবার্তা

usharalodesk
এপ্রিল ১৪, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: হ্যাকারদের কবলে রুক্মিণী মৈত্রের ফেসবুক প্রোফাইল। ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজেই এ কথা জানিয়েছেন অভিনেত্রী।

তিনি লিখেছেন, “আমার ফেসবুক প্রোফাইল সম্ভবত হ্যাক করা হয়েছে। সকাল থেকে এই বিষয়ে প্রচুর মেসেজ পেয়েছি। সমস্যা সমাধানের চেষ্টা করছে আমার টিম।”

এই পোস্টের ঠিক দু’ঘণ্টা ব্যবধানে আরও একটি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা লিখেছেন তিনি। “আপনাদের সকলকে জানানো হচ্ছে, আমার ফেসবুক পেজ থেকে অথবা আমার ছবি দেওয়া নিশা নামের কোনও আইডি থেকে যোগাযোগ করা হলে দয়া করে কেউ উত্তর দেবেন না। এখনও আমার প্রোফাইল উদ্ধারের কাজ চলছে”, লিখেছেন অভিনেত্রী।

দু’দিন আগে ‘বুমেরাং’ ছবি সংক্রান্ত শেষ পোস্ট ছিল অভিনেত্রীর প্রোফাইলে। তার পরে শনিবার অস্পষ্ট কিছু লেখা ও ছবি দিয়ে মোট পাঁচটি পোস্ট করা হয়েছে প্রোফাইলে। যা থেকে কার্যত স্পষ্ট , অভিনেত্রীর প্রোফাইল হ্যাক করা হয়েছে।

ঊষার আলো-এসএ