UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কিম কার্দশিয়ানের নামে গরুর নামকরণ

ঊষার আলো
মে ১২, ২০২১ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : আমেরিকার জনপ্রিয় বিনোদন তারকা কিম কার্দশিয়ানের নামে একটি গরুর নামকরণ করেছে পেটা (পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস সংস্থা)।
গত ৮ মে মা দিবসে পেটার টুইটার পেজে একটি গরুর ছবি শেয়ার করা হয়েছে। আর সেই গরুর নাম ‘কিম কাওডার্শিয়ান’ রাখা হয়েছে বলে জানিয়েছে তারা। একইদিন গরুটিকে উদ্ধার করেছে পেটা।
জানা যায়, দুধ বর্জিত প্ল্যান্ট বেসড ডায়েট নিয়ে লাখ লাখ ভক্ত ও অনুরাগীকে অনুপ্রাণিত করার জন্যই কিম কার্দাশিয়ানকে সম্মান জানাতে পেটার এই উদ্যোগ।
প্রসঙ্গত, কিম কার্দাশিয়ানের উপযুক্ত এবং নিখুঁত ফিগারের রহস্য লুকিয়ে রয়েছে ভেগান ফুডে। তিনি নিরামিশাষী। পাশাপাশি ডেইরি-ফ্রি খাবার খেতে পছন্দ করে। এমনকি সেই ধরণের খাবার খেতে সবাইকে উৎসাহ দেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ভেগান মেনু শেয়ার করে ভক্তদের সেই ডায়েট অনুসরণ করতে বলে কিম।

(ঊষার আলো- এম. এইচ)