UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রবণশক্তি হারাচ্ছেন অলকা ইয়াগনিক

ঊষার আলো ডেস্ক
জুলাই ২, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিরল এক স্নায়বিক রোগে আক্রান্ত হয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক শিল্পী অলকা ইয়াগনিক। এর ফলে ধীরে ধীরে তিনি শ্রবণশক্তি হারিয়ে ফেলছেন।

ইনস্টাগ্রামে এক পোস্টে অলকা ইয়াগনিক জানান, কয়েক সপ্তাহ আগে বিমানবন্দর থেকে বেরুনোর সময় হঠাৎ করেই কোনো কিছু শুনতে পাচ্ছিলেন না তিনি। সেই থেকেই সমস্যার শুরু। তবে চিকিৎসা শুরু হয়েছে। এরপরই ভক্ত ও সহকর্মীদের কাছে উচ্চমাত্রার শব্দ থেকে যথাসম্ভব দূরে থাকার অনুরোধ করেছেন তিনি। আর অত্যন্ত সতর্কতার সঙ্গে হেডফোন ব্যবহার করতে বলেছেন।

অলকা ইয়াগনিকের এই পোস্টে অনুরাগীদের পাশাপাশি উদ্বিগ্ন সনু নিগম, ইলা অরুণের মতো শিল্পীরা। সনু নিগম লিখেছেন, ‘আমার মনেই হয়েছিল, সব ঠিক নেই। ফিরেই তোমার সঙ্গে দেখা করব। দ্রুত সেরে ওঠো।’