UsharAlo logo
শনিবার, ১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাণ বাঁচাতে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন ভাইজান

usharalodesk
অক্টোবর ১৯, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান নিজের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন। সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুর পর ভাইজানকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজে এ হুমকি দেওয়া হয়।

হিন্দুস্তান টাইমস বলছে, নিজের নিরাপত্তা আরও জোরদার করার জন্য দুবাই থেকে নতুন একটি বুলেটপ্রুফ নিসান পেট্রোল এসইউভি আমদানি করলেন ভাইজান। এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন তিনি। সেই গাড়িতেই নায়ক যাতায়াত করতেন। তবে সালমান খানের কেনা নতুন বুলেটপ্রুফ এসইউভিতে রয়েছে নতুন অনেক ফিচার। বুলেটভেদ করতে পারবে না— এমন কাচ দিয়ে তৈরি গাড়িটি। সেই সঙ্গে রয়েছে বোম অ্যালার্ট ফিচার। এ গাড়ির জন্য সালমানকে খরচ করতে হয়েছে দুই কোটি রুপি।

এদিকে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকীকে গত ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বিধায়ক ছেলে জিশান সিদ্দিকীর অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। বলা হচ্ছে, সালমান খানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই নাকি প্রাণ গেছে বাবা সিদ্দিকীর। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। বাবা সিদ্দিকী খুনের পেছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ।

উল্লেখ্য, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা ঘটনার কেন্দ্র করে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এই জেরে আরও কয়েকবার হুমকিও পেয়েছেন তিনি। সর্বশেষ গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালান বিষ্ণোই সদস্যরা। এ অবস্থার মাঝেই কাজ করছেন সালমান  খান। বর্তমানে তিনি  বিগ বস ১৮-এর শুটিং করছেন। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর)  রাতে বিগ বস ১৮-এর একটি এপিসোডের শুটিংও করেন ভাইজান। জানা গেছে, শুক্রবার (১৮ অক্টোবর)  কড়া নিরাপত্তার মধ্যেই সেটে হাজির হন নায়ক।

ঊষার আলো-এসএ