UsharAlo logo
বৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাবা সেলিম খানের নিরাপত্তায় যা করলেন সালমান

usharalodesk
অক্টোবর ৩০, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: লরেন্স বিষ্ণোইদের নিশানায় সালমান খান। একের পরে এক হুমকি পেয়েই যাচ্ছেন ভাইজান। কোনোভাবেই তাকে স্বস্তি দিতে প্রস্তুত নয় বিষ্ণোই গোষ্ঠী। তাকে নিয়ে বার বার ক্ষোভ উগরে দিয়েছেন বিষ্ণোই সম্প্রদায়ের মানুষও।

এসবের মধ্যেই গত শুক্রবার ফের হুমকি ফোন পান সালমান। পরে জানা যায় ২০ বছর বয়সি নয়ডার এক যুবক তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে। পরপর এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপেই রয়েছেন সালমান। বুলেটরোধী গাড়িতে প্রায় ৬০জন নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরা করতে হচ্ছে তাকে। চিন্তায় রয়েছেন পরিবারের অন্য সদস্যেরা।

এর মধ্যেই বাবা সেলিম খানের জন্য নতুন গাড়ি কিনলেন অভিনেতা!কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে সেলিম খান দাবি করেছিলেন, তার ছেলে কোনোভাবেই কৃষ্ণসার হরিণ হত্যা করতে পারেন না। এ ঘটনায় সালমান সম্পূর্ণ নির্দোষ। এতেই সেলিম খানের ওপরে চটেছেন বিষ্ণোইরা। কিছুদিন আগে সালমানের সঙ্গে সেলিমের বিরুদ্ধেও বিক্ষোভ দেখান তারা। সেই মুহূর্তের ছবি সমাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই শোনা যাচ্ছে ১.৫৭ কোটি দিয়ে বাবা সেলিমের জন্য এল নতুন মার্সিডিজ় গাড়ি। বান্দ্রায় অভিনেতার বাড়ি সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এই গাড়িটি। অভিনেতার বাবার বাড়তি নিরাপত্তার কথা ভেবেই কি তবে গাড়ি বদল!

সেলিম খান জানিয়েছিলেন, তার ছেলে একটা আরশোলা পর্যন্ত মারতে পারেন না। বিষ্ণোইরা অর্থ ও খ্যাতির লোভে সালমানকে হুমকি দিচ্ছেন। কিছুদিন আগে সালমান খানেরও একটি পুরনো ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সালমান দাবি করেছিলেন, কৃষ্ণসার হরিণকে গুলিটা তিনি ছোড়েননি। তার সঙ্গে সেই দিন ছিলেন সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, তব্বু। যদিও সালমান জানাননি, কে আসলে সেদিন গুলি ছুড়ে কৃষ্ণসার হণিরটিকে হত্যা করেছিলেন।

ঊষার আলো-এসএ