UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাইফপুত্র অসন্তোষ প্রকাশ করেছেন পাপারাজ্জিদের দেখে

ঊষার আলো
নভেম্বর ৩, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: সম্প্রতি বলিউডের এক হাইপ্রোফাইল দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেতা ইব্রাহিম আলি খান। আর সেখানেই ঘটে বিপত্তি। পাপারাজ্জিদের হুড়োহুড়ি আর চিৎকারে রেগে যান তিনি। এরপরই তাদের ওপর প্রায় চড়াও হন।

রাবিনা টেন্ডনের মেয়ে রাসার সঙ্গে গিয়েছিলেন ইব্রাহিম, পাপারাজ্জিরা তার একার ছবি তোলার জন্য অনুরোধ করেন। রাসা তাদের কথা রাখলেও সাইফপুত্র তখন ফোনে ব্যস্ত ছিলেন। তারপর তড়িঘড়ি রাসাকে গাড়িতে তোলেন ইব্রাহিম।

এরপর পাপারাজ্জিরা তাকে ছবি তোলার অনুরোধ করতেই, একজনের হাত ধরে ইব্রাহিম জিজ্ঞেস করেন— ‘কি ছবি চাই? পাবেন না। আমি বাড়ি যাব এখন।’ বলিউডে পা দেওয়ার আগেই বারবার খবরের শিরোনামে উঠে আসেন ইব্রাহিম আলি খান।

ইব্রাহিমের রঙিন ডেটিংয়ের গল্প বলিউডে কান পাতলেই শোনা যায়। কখনো খুশি কাপুরের সঙ্গে নাম জড়িয়েছে, আবার কখনো কোনো রহস্যময়ী নারীর। মাসখানেক ধরেই আবার পালক তিওয়ারির সঙ্গে ইতিউতি দেখা যাচ্ছে সাইফপুত্রকে। তবে এদিনের দিওয়ালি পার্টিতে অবশ্য রবিনা টেন্ডনের মেয়ে রাসা থাড়ানির সঙ্গেই দেখা গেল ইব্রাহিমকে। যার সঙ্গে মাসখানেক আগেই সোহেলপুত্র আরহান খানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

ঊষার আলো-এসএ