UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এখন বুঝতে পারি, আমার বাবার সমস্যা কোথায় ছিল: বরুণ ধাওয়ান

ঊষার আলো
নভেম্বর ১০, ২০২৪ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: ২০২১ সালে ছোটবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ের পর্ব সারেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। চলতি বছরের শুরুতে কন্যাসন্তানের বাবা-মা হন এ দম্পতি। এখন মেয়েকে ঘিরেই অভিনেতার পুরো দুনিয়া।

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বরুণ ধাওয়ান বলেন, বাবা-মা হওয়ার পর তাদের দুজনের মধ্যেই দায়িত্ববোধের নতুন অনুভূতি এসেছে। তিনি বলেন, আমার মনে হয় যখন কোনো নারী বা যে কোনো পুরুষ বাবা-মা হন, মায়ের জন্য এটি একটি আলাদা অভিজ্ঞতা। আমার মনে হয় তিনি মুহূর্তে একটি বাঘিনী হয়ে ওঠেন। বরুণ বলেন, কিন্তু একজন মানুষ হিসেবে আমি বলব— যখন আমরা (পুরুষ) বাবা হই, তখন কোনো কারণে আপনি আপনার মেয়ের প্রতি একটা সুরক্ষা অনুভব করবেন।

এ অভিনেতা বলেন, আমি নিশ্চিত যে আপনি পুত্রদের জন্যও অনুভব করবেন। আমার মেয়ের প্রতি যদি কেউ তার এতটুকু (সামান্য) ক্ষতি করে, তবে আমি তাদের খুন করব। কথাটা বলতে বলতে আমি গম্ভীর হয়ে যাই। আক্ষরিক অর্থেই— আমি তাদের হত্যা করব।

শৈশবের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বরুণ বলেন, আমি আমার বাবা ডেভিড ধাওয়ানকে এখন একটু ভালোভাবে বুঝতে পারি। তার নিরাপত্তাহীনতা, তার রেগে যাওয়া ‘ঠিক সময়ে বাড়িতে থাকো’ নিয়ে তার উদ্বেগ। তিনি শুধু চেয়েছিলেন— সবাই একসঙ্গে থাকুক, একটা পরিবার হয়ে। আমি কখনই এটা বুঝতে পারতাম না। আমি শুধু বলতাম— ‘তার সমস্যাটা কোথায়? আমি তো বাচ্চা নই, ও কেন আমাকে ওর কাছে রাখতে চায়?’

উল্লেখ্য, বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল চলতি বছরের ৩ জুন মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। ফাদারস ডের দিন মেয়ের সঙ্গে প্রথম ছবি শেয়ার করেন বরুণ ধাওয়ান। এখন মেয়ের বয়স সবে ৫ মাস।

আগামীতে অ্যাকশন থ্রিলার ছবি বেবি জনে দেখা যাবে এ অভিনেতাকে। এতে আরও অভিনয় করেছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি ও রাজপাল যাদব প্রমুখ। আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাচ্ছে বেবি জন।

ঊষার আলো-এসএ