UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শাকিবকে কাছে পেয়ে যে অনুভূতি জানালেন সৌমিতৃষা

ঊষার আলো
নভেম্বর ১৩, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: শহরের একটি বিলাসবহুল হোটেলে টালিউড অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে দেখা হলো বাংলাদেশের কিং শাকিব খানের। কথা হলো বেশ কিছুক্ষণ। মুগ্ধতা যেন কাটতে চাইছিল না অভিনেত্রীর। শাকিবের মুগ্ধতায় কী কথা হলো সৌমিতৃষার।

ঢালিউড অভিনেতা শাকিব খান এখন খুবই ব্যস্ত। ছবির ব্যস্ততা এতটাই বেড়েছে যে, দম নেওয়ার সুযোগ নেই, পরপর ছবি করছেন তিনি। কিন্তু তার নায়িকারা বেশিরভাই  ভারতীয়।

শাকিবের হাত ধরেই বড়পর্দায় আত্মপ্রকাশ করেছেন টেলিঅভিনেত্রী ইধিকা পাল। সামনেই মুক্তি পাচ্ছে ‘দরদ’, সেখানেও শাকিবের বিপরীতে অভিনয় করেছেন হিন্দি ছবির নায়িকা সোনাল চৌহান। এ ছাড়া একটি ছবির প্রস্তুতি শুরু করেছেন শাকিব। সেখানেও তার বিপরীতে আছেন ইধিকা পাল।

আনন্দবাজার অনলাইন সূত্রে জানা গেছে, রোববার রাতে শহরের একটি বিলাসবহুল হোটেলে সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে দেখা হয় ঢালিউড অভিনেতা শাকিব খানের। কথা হলো বেশ কিছুক্ষণ। মুগ্ধতা যেন কাটতে চাইছে না সৌমিতৃষার। আনন্দবাজার অনলাইনকে জানালেন সেই অভিজ্ঞতা।

শহরের এক প্রযোজনা সংস্থা আগামী বছর একসঙ্গে ১৮টি ছবি উপহার দিতে চলেছেন সিনেমাপ্রেমীদের। সেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের মহাতারকাও। সৌমিতৃষার দাবি, এক ঝলকেই অভিনেত্রীকে চিনতে পেরেছেন শাকিব। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের। সৌমিতৃষা বলেন, খুব বেশিক্ষণ না হলেও যেটুকু কথা হলো বুঝলাম— মানুষটা ভীষণ মাটির কাছাকাছি। ঠিক যেমন এখানকার দেবদা ও জিৎদা। আসলে বড় তারকারা এমনই হয়, তারা বোধহয় এতটাই অমায়িক হয়ে থাকেন। আলাদা করে পরিচয় দিতে হয়নি, নিজে থেকেই কথা বলেছেন শাকিব খান বলে জানালেন অভিনেত্রী।

শাকিব খানের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে সৌমিতৃষার। তবে সে নিয়ে এখনই কোনো কথাবার্তা এগোয়নি। সৌমিতৃষা বলেন, আমি শাকিব খান থেকে শাহরুখ খান— সবার সঙ্গে কাজ করতে চাই। তাদের সঙ্গে কাজ করতে পারা তো জীবনের এক একটা অভিজ্ঞতা।

ঊষার আলো-এসএ