UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রোজাকে নিয়ে যা বললেন তাহসান

usharalodesk
জানুয়ারি ১১, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: নতুন বছরটা চমকপ্রদভাবে শুরু করলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। গত ৪ জানুয়ারি পারিবারিকভাবে দ্বিতীয় বারের মতো বিয়ে করেছেন তিনি। বিয়ের পর ‘হ্যালো…’ বিভাগের সঙ্গে কথা বলেছেন এই সংগীতশিল্পী। সাক্ষৎকারে দ্বিতীয় স্ত্রী রোজা আহমদের বিষয়টি উঠে আসে।

আবারো জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। কেমন লাগছে?

তাহসান: বিয়ে জীবনেরই একটি অংশ। আমার ব্যক্তিগত জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালোলাগার মতোই একটি কাজ। এছাড়া রোজার (স্ত্রী রোজা আহমেদ) সঙ্গে আমার পরিচয় ছিল আগে থেকেই। সেখান থেকে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়। দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা ও সম্মানের জায়গাটা রয়েছে। তাহসানের বিয়ে নিয়ে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন। এটাই স্বাভাবিক। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার আগ্রহ দর্শক-শ্রোতাদের থাকে। তাই বিয়ে করার খবর নিজেই জানালাম।

আপনার বিয়ের পর কিছু বিষয় নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে কী বলবেন?

তাহসান: আমাদের দেশে রসবোধের গ্রহণযোগ্যতার বিষয়টি একটু ভিন্ন। আমরা সবকিছুতেই রসবোধটা আনতে পারি না। আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছায়ও না। তাই এর উত্তর যেভাবে দিলে একটু মজা লাগত, সেভাবে হয়তো দিতে পারছি না। আমার কাছে মনে হয়, জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল। সব বিষয়ে ও সবার বিষয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করি। কিছু মানুষ থাকেন যারা অন্যদের নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এটা উচিত নয়। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন। তাই খুব বেশি ভাবছি না।

ব্যক্তি তাহসানকে নিয়ে কী বলবেন?

তাহসান: নিতান্তই একজন সাধারণ মানুষ। একজন শিল্পী। দর্শক-শ্রোতারা হয়তো আমাকে অনেক বড় তারকা ভাবেন। কিন্তু আমার জীবন খুবই সাধারণ। সাদামাটাভাবেই চলাফেরা করি। আমি সুপারশপে যাই, মাঝে মধ্যে মাস্ক পরে রাস্তায় হাঁটি। অন্য দশটা মানুষের মতোই ব্যক্তি তাহসান। আমি সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করি।

বিয়ের পর প্রথম গান প্রকাশ করলেন। কেমন সাড়া পাচ্ছেন?

তাহসান: এটি চলতি বছরে আমার প্রথম গান। এ গানের কনসেপ্ট এ রকম যে, ভালোবাসার মানুষ ঘরে ছিল, কিন্তু এমন কিছু হয়েছে যা তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছে না। হয়তো একঘরে আর নেই। গানের শিরোনাম ‘একা ঘর আমার’। এতে আমার সঙ্গে গেয়েছেন সিঁথি সাহা। গানটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। সাড়া পাচ্ছি, তবে কয়েকদিন হলো প্রকাশ হয়েছে। তাই এখনই বিচার করা যাবে না। বিশ্বাস করি, আমার এ গানটি বেঁচে থাকবে। এটা হয়তো বাংলাদেশজুড়ে তোলপাড় করবে না। তবে বেঁচে থাকবে।

নতুন আর কোনো গান গেয়েছেন?

তাহসান: একটি নতুন গান করেছি। এটি সিয়াম অভিনীত ‘জংলি’ সিনেমার। প্রথমে অবশ্য জানতাম না এটি সিনেমার জন্য। পরে জেনেছি। গানটি করেছি একজন মানুষের জন্য। তিনি আমার খুব পছন্দের মিউজিক কম্পোজার। এ রকম মানুষজন যখন ডাক দেয় তখন নিষেধ করতে পারি না। সেটা সিনেমা বা অন্য যা-ই হোক। পরে শুনলাম এটি সিনেমায় ব্যবহার করা হচ্ছে। খুব খুশি হয়েছি যে, ভালো একটি সিনেমায় গান গাইতে পেরেছি। সর্বশেষ ২০১৭-১৮ সালের দিকে ‘যদি একদিন’ সিনেমার জন্য গেয়েছিলাম। এবার অনেক বছর পর আবার গেয়েছি। কিছু গান থাকে গাওয়ার পর মনে হয়, এটি এ বছরের বিগেস্ট গান হবে। যেমন গত বছর ‘রঙে রঙে রঙিন হব’ গাওয়ার সময়ই জানতাম এটা সবার খুব ভালো লাগবে। ‘জংলি’ গানটাও সবার ভালো লাগবে আশা করি। ভালোবাসা দিবসে গানটি সবাই শুনতে পারবে। এছাড়া আমার এক বন্ধুর সঙ্গে ইংলিশ একটা গান করেছি। এটাও শিগ্গির প্রকাশ হবে।

ঊষার আলো-এসএ