বিনোদন জগতের এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন। বিশেষ করে মিথিলার সাবেক স্বামী গায়ক-অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পরই আলোচনা-সমালোচনায় অভিনেত্রী।
যদিও অভিনেত্রীকে নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। অনেকেরই প্রশ্ন—আদৌ কি বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা? এর আগে সৃজিতও সাবেক প্রেমিকাকে বুকে টেনে ‘অতীতের হিসাব-নিকাশ’ জানতে চেয়েছিলেন। সৃজিতের এমন সব ইঙ্গিতের সঙ্গে বিচ্ছেদ জল্পনাও ওঠে তুঙ্গে!
সম্প্রতি সিনেমার কাজ নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন মিথিলা। সেখানে সৃজিতের সঙ্গে অভিনেত্রীর রসায়ন নিয়ে প্রশ্ন করা হলে, তার উত্তর দিতে নারাজ অভিনেত্রী। মিথিলা স্পষ্ট জবাব দেন— এ বিষয়ে তিনি কিছুই বলতে চান না ।
জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’। এ সিনেমা প্রসঙ্গে সাক্ষাৎকারের একপর্যায়ে সৃজিতের কথা উঠতেই মিথিলা জবাব দেন— আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়েই কথা বলি। কারণ আমি দেখেছি যে, এই ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গেলেই সাক্ষাৎকারের এই কথাগুলো থেকে ছোট ছোট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবে। ছোট ক্লিপগুলো বারবার অপ্রাসঙ্গিক জায়গাগুলোতে দেখানো হবে। সে জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এ বিষয় নিয়ে কোনো কথা বলব না।
মিথিলা বলেন, ‘বরং সিনেমায় আমার আর নাঈমের রসায়ন কেমন, তা নিয়ে কথা বলতে পারেন।
উল্লেখ্য, মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’য় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা এফএস নাঈম।
ঊষার আলো-এসএ