UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নীরবতা ভাঙলেন অমিতাভ, স্বস্তি ফিরল ভক্তদের মনে

বিনোদন ডেস্ক
মার্চ ১, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

বলিউডের বর্ষীয়ান অভিনেতা শাহেনশাহ অমিতাভ বচ্চন আর অভিনয় করবেন না— এমন গুঞ্জনে রাতের ঘুম হারাম হয়েছে ভক্ত-অনুরাগীদের।

বিগবির জীবনে বহু ঝড় বয়ে গেছে। কখনো সম্পর্ক নিয়ে, কখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একাধিকবার তার পেশাজীবন থমকে যেতে যেতেও শেষরক্ষা হয়েছে। যতবার দেয়ালে পিঠ ঠেকেছে, ততবার ‘বিগবি’ ঘুরে দাঁড়িয়েছেন। নিজেকে প্রমাণ করেছেন, এখনো সেই লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা তার রয়েছে। চলতি বছর ৮২-তে পা দিয়েছেন শাহেনশাহ। এবার কি ক্লান্ত?

এত আলোচনা এত প্রশ্নের জন্ম দিয়েছে, তারই সাম্প্রতিক একটি পোস্ট। অমিতাভ রাত ২টার সময় সামাজিক মাধ্যমে লিখেছিলেন— ‘যাওয়ার সময়’। প্রতিদিনই বলিউড ‘শাহেনশাহ’ সামাজিক মাধ্যমে কিছু না কিছু লেখেন। প্রতি রোববার তার ‘জলসা’ বাংলোর সামনে সাক্ষাতের পাশাপাশি এভাবেও তিনি যোগাযোগ রাখেন অনুরাগীদের সঙ্গে। তারাও উত্তর দেন অমিতাভকে। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এই পোস্ট দেখে প্রত্যেকের আক্কেলগুড়ুম। বলিউডেও চর্চা শুরু, তা হলে অভিনয় থেকে বিদায় আসন্ন?

অবশেষে সবার সব কৌতূহল অমিতাভ নিজ দায়িত্বে মিটিয়ে দিলেন। অতি সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে। সেখানে নতুন পর্বের শুটিং চলছিল। শুটিং চলাকালীন দর্শকদের মধ্যে থেকে একজন অভিনেতার কাছে বিষয়টি সরাসরি জানতে চান। সঙ্গে সঙ্গে হেসে ফেলেন ‘শাহেনশাহ’। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতাও করেন। প্রথমে পাল্টা প্রশ্ন রাখেন—কেন, আমি কি কিছু ভুল লিখেছি? তার বলার ভঙ্গিতে হেসে উঠেন উপস্থিত দর্শকরা। তার পর তিনি খোলসা করেন, আদতে কী লিখতে চেয়েছিলেন তিনি।

অমিতাভের কথায়, রিয়্যালিটি শোর সেট থেকে রাত ১টার আগে ছুটি মেলে না। বাড়ি ফিরতে ফিরতে রাত ২টা। গভীর রাতে যখন বাড়ি ফিরি তখন ঘুম ভর করে দুই চোখে। ওই ঘুমন্ত অবস্থাতেই সেদিন লিখেছিলাম— ‘যাওয়ার সময়’। অর্থাৎ বাড়ি যাওয়ার সময় হয়েছে। পরের দিন আবার কাজে ফিরতে হবে। কিন্তু ঘুমের চোটে পুরোটা আর লিখে উঠতে পারেননি। আর ওই অর্ধেক পোস্ট পড়েই শঙ্কিত অনুরাগীরা।

শাহেনশাহর মুখ থেকে পুরোটা জানার পর স্বস্তি অনুরাগীমহলে। চওড়া হাসি সেটে উপস্থিত প্রত্যেক দর্শকের মুখে। অমিতাভ এখনো রুপালি পর্দায় পুরোদমে কাজ করবেন, জানার পর খুশির হাওয়া বলিউডেও।

ঊষার আলো-এসএ