UsharAlo logo
মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফের ওটিটিতে সারিকা

বিনোদন ডেস্ক
মার্চ ১৮, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

নাটকের জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিনা। দেড় যুগেরও বেশি সময়ের ক্যারিয়ার তার। মাঝে অভিনয় থেকে দূরে থাকলেও, গত বছর থেকেই ফের কাজ শুরু করেছেন। তবে টিভিতে নয়, ওটিটিতে মনোযোগ দিয়েছেন এ অভিনেত্রী।

গত বছরেই মুক্তি পায় তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘মায়া’। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে অভিনয় করে বেশ সাড়াও পেয়েছেন সারিকা। সম্প্রতি তার অভিনীত ‘আমলনামা’ নামে আরও একটি ওয়েব ফিল্ম একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

এ ফিল্মটির নির্মাতাও রায়হান রাফি। এতে সারিকা বিপাশা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ ফিল্মটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল ছিল আগে থেকেই।

এ ফিল্মের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ওটিটিতে ফিরলেন নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা তমা মির্জা। এতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী সারিকা বলেন, ‘নির্মাতা যখন আমাকে গল্পটি শোনায় তখনই রাজি হয়ে যাই বিপাশা চরিত্রটি করতে। এটা অনেক ইমোশনাল গল্প। সত্য ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের উপাদান রয়েছে। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। আমি আমার ভক্তদের অনুরোধ করব ফিল্মটি দেখার। গল্পের কোনো জায়গায়ই বোরিং মনে হবে না এতটুকু বলতে পারি।’

এদিকে সারিকা নিয়মিত টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এ ছাড়া বিশেষ নাটকে তার উপস্থিতি মেলে। এবারও আসন্ন ঈদে প্রচার হবে তার অভিনীত নাটক, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

ঊষার আলো-এসএ