ফ্যাসিস্ট শেখ হাসিনা না থাকায় এবারের ঈদ অন্যরকম কেটেছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ওই সাক্ষাৎকারে ন্যান্সি বলেন, এবারের ঈদে আমার মনে হলো আমি সবদিক থেকে মুক্ত। আমার এখন কোনো পুলিশি হয়রানি নাই, আমাকে এখন কোথাও কেউ অসম্মান করে না। আমি কাজ করতে পারছি, কোনো নিষেধাজ্ঞা নেই।
তিনি বলেন, এবারের ঈদটা আমার দারুণ হওয়ার আরও একটা কারণ হলো- গত বছরের আগের বছর সিনেমাতে আমার কোনো গানই নেই। গত বছর শুধু একটা গান ছিল। কিন্তু এ বছর আমার গান হচ্ছে। যদিও আমাদের দেশে এখন আর তেমন একটা সিনেমা হচ্ছে না। তারপরও বেশ কয়েকটা সিনেমায় আমার গান রয়েছে এবার। আমার এবারের ঈদটা পুরো ঈদের মতো। ঈদের উৎসব যেমন হয় আমি এবার সেটা পুরোপুরি টের পাচ্ছি।
জনপ্রিয় এই তারকা শিল্পী আরও বলেন, আমার পেজ খেয়াল করলে দেখবেন, বিগত সময় সরকার পতনের পর অনেকের প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড লাল এবং স্বাধীন লেখা ছিল। তবে এখন আর সেটা অনেকেরই নেই। কিন্তু আমি এখনো আমার পেজে আমার কোনো ছবি নাই। এখনো লাল ব্যাকগ্রাউন্ড এবং স্বাধীন লেখা।
ন্যান্সি বলেছেন, তবে হ্যাঁ, দেশের অনেক কিছুই হয়ত এখন স্বাভাবিক নেই, সব যে খুব সুন্দর চলছে আমি এমনটাও দাবি করবো না। কিন্তু আপনি যদি আমার কাছে জানতে চান তাহলে বলবো ‘আমি শতভাগ অনুভব করি আমি স্বাধীন’। সবমিলিয়ে এবারের ঈদটা আমার ষোলোআনা জম্পেশ হয়েছে।
প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রের গানের মাধ্যমে সফলতা পেয়েছেন ন্যান্সি। প্লে-ব্যাকের একটি নির্ভরযোগ্য কণ্ঠ হিসেবে শক্ত অবস্থান গড়েছেন অনেক আগেই। অডিও অ্যালবামেও গেয়েছেন সমান তালে। সব মিলিয়ে তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। স্টেজে যেমন দেখা মেলে তার তেমনি দেখা মেলে টেলিভিশনের নানা গানের অনুষ্ঠানেও।
ঈদুল ফিতরে প্রিন্স মাহমুদের সুরে নতুন গানে ভালোই সাড়া পেয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি। পাশাপাশি মনোযোগ কেড়েছেন ‘পোড়ামন ২’-এর টাইটেল গানে। সফল এই কণ্ঠশিল্পীকে এবার পাওয়া যাবে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ।
ঊষার আলো-এসএ