UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যত যুদ্ধ হয়েছে, সবকটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ: নচিকেতা

বিনোদন ডেস্ক
মে ৭, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা পহেলগাঁওকাণ্ডে আতঙ্কিত। তাই তিনি বলেছেন, যুদ্ধ মানেই মুনাফার খেলা, কাদের মুনাফা? সেটি বুদ্ধিমানেরা সহজে বুঝে নিতে পারেন।

গত ২২ এপ্রিল কাশ্মিরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা। সেই সন্ত্রাসবাদের ভারতীয় প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’। গতকাল মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী। আনন্দবাজারের এক সাক্ষাৎকারে উদ্বেগ প্রকাশ করেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। তিনি বলেন, একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ— আপনি-আমি।

গায়ক বরাবর স্পষ্টবাদী। তিনি বলেন, সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে— সবকটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ ‘স্পনসর’ করা হয়। আমি প্রমাণ করে দেব। এ সংগীতশিল্পী বলেন, এগুলো যুদ্ধের হিড়িক। একশ্রেণি এর থেকে লাভবান হচ্ছে।

নচিকেতা নিজের কথা প্রসঙ্গে উদাহরণ দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তিনি বলেন, মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি ও ইতালি— দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।

প্রাচীন ইতিহাস থেকেই এ সংগীতশিল্পীর উপলব্ধি— যুদ্ধ মানেই মুনাফার খেলা। যুদ্ধ মানেই মুনাফা, সেটি সহজেই বুঝে যান বুদ্ধিমানেরা।

ঊষার আলো-এসএ