UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে এক রশিতে গাছে ঝুলছে প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ

ঊষার আলো
জুন ৫, ২০২১ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পটুয়াখালীতে একই রশিতে গলায় ফাঁস দিয়ে সোহেল (১৯) ও নাসরিন আক্তার (১৩) নামের ২ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ ৫ জুন শনিবার সকালে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামের পার্শ্ববর্তী একটি বাড়ির গাছ থেকে তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত প্রেমিক সোহেল বিরজলা গ্রামের মজিবর রহমানের ছেলে। সে একাদশ শ্রেণির ছাত্র। মৃত নাসরিন একই গ্রামের হাবিব মিয়ার মেয়ে। সে ৮ম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে নিহত ২ কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই বোন। ধারণা করা হচ্ছে ভোর রাতে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

(ঊষার আলো- এম.এইচ)